কখনো কোন প্রেমিক/প্রেমিকার, বান্ধবী/বন্ধু হয়েছ,
হোক না সে বন্ধুত্ব ,
কখনো কারো প্রতি একতরফা প্রেমে বুঁদ হয়েছ ,
যদি হয়ে থাকো তাহলে তুমি বুঝবে
দিবাস্বপ্ন কি ?
অবহেলা কি ?
অভিমান কি ?
দিবাস্বপ্ন-
        বাসের ট্রেনের জানালার ধারে
         চোখ তাকেই খুঁজে ফেরে
          শত বাধার মাঝেও মন চায়
            হোক এমন কোন উপায়      
              সে শুধু তোমারই হোক
               হোক না তা মনের কলে
                হোক না তা জাদুর বলে
অবহেলা -
     সে অনলাইনে এলো চলেও গেল
      না তবু এলোনা কোন রিপ্লাই
       দিনে আসবেই তার একবার ফোন
        সে আশাও হলো পুড়ে ছাঈ
         ফোন করলে, আশা বকবই আধা ঘন্টা
           মিনিট আটেক পর উড়ু উড়ু তার মনটা
             নস্ট হলো ছন্দ
              কথাও হলো বন্ধ
               ওদিকে ফোনটা কাটলো
                এদিকে বুকটা ফাটলো
অভিমান -
    তার জন্য সহস্র সব স্টেটাস
      আগে ওই বলুক, আমিই কেন বলব
       ঈগো প্রবলেম
        সে তো প্রেমের ক্যাবলা/ক্যাবলি
         বুঝছে কি তোমার গেম
          বার্তালাপ হলো বন্ধ
           মনেতে উদয় দ্বন্দ্ব
            আপন অস্তিত্বের সংকট
             হইল জীবনে প্রকট ;
              হটাৎ সবুজ বাতির উদয়
                আর কি অভিমান রয়..।।