ভাতঘুম-ভীড়ে ধাক্কা খেয়ে রাস্তায় উল্টে পড়ে ক্ষুধা
অতঃপর ঘুমিয়ে যায় আগুন উন্মুক্ত ডাস্টবিনের পাশে।
টোকাইয়ের ঝুলিতে শহুরে প্রেম ভরে ভরে
কাদামাখা অঙ্গে লেপ্টে থাকে বায়বীয় সভ্যতা।


রাতের শিথিল শাড়িতে জড়ানো থাকে,
অন্ধকার ছিঁড়ে খাওয়া উদ্যানের কোমর!
যোনিতে লেগে থাকা পাপ থালায় সাজায় গরম ভাত
নিভৃত বালুচরে গড়াগড়ি খায় নিষ্কাম কলস।


হিজাব পরে হেঁটে যায় ভীতু যৌবন
এসিড-বীর্যে ভরা থাকে প্রজন্মের নপুংসক বোতল!
স্বপ্ন-তছনছ ভেনেটি ব্যাগের তদন্ত চলে আজ!
মেয়ের রক্তাক্ত শাড়ি হয়ে যায় যখন পিতার জায়নামাজ।