বাস্তবতার ধার ধারিনি কোনোকাল।
কেউ কেউ বলে আমি নাকি ভীরু,
ধসে যাওয়ার ভয়ে কম্পিত দালান এক।
তবুও তো দাঁড়িয়ে আছি এখনো !
চোখের আকাশে স্বপ্ন-সূর্য জ্বেলে,
বাস্তবিক মৃত্তিকার বুকে এঁকেছি আমার গর্বিত পদচিহ্ন।

তেইশ হাজার বছর ধরে দাঁড়িয়ে আমি,
বাস্তবের অভ্যন্তরে লুকোনো কাঠিন্যের প্লেটগুলো এদিক থেকে ওদিক সরে যাবে...
প্রকৃতির রিকটার স্কেলে ফলাফল আসবে দারুণ ভয়াবহ-
কিন্তু আমাকে ফেলে দেয়ার দুঃসাহস পাবে না এমন হাজারো ভূমিকম্প।
দাঁড়িয়ে থাকব এমন উচ্চতায়;
পাতাল থেকে আকাশের দুরত্বও বড় ক্ষুদ্র মনে হবে।


আগুন লাগা রক্তের মতো সত্য যে যৌবন,
সেই যৌবনের হাতে আজ অতীত থেকে বিদায় নেওয়ার পদত্যাগপত্র।
যেখানে রয়েছে আমার বেদনার অমর স্বাক্ষর।    
অনড় আমি আজীবন দেখে যাব,
কিভাবে আসন্ন ভবিষ্যত সময়ের চোরাবালিতে অতীত হয়ে ডুবে যায়।
এভাবে হয়তো অতীতকে বিদায় দিবো মুহুর্মুহু,
কিন্তু বারবার কি বেদনার স্বাক্ষর রাখবো?
অসম্ভব!!!
আমার হৃদয়ের কলম থেকে একদিন বেদনার কালি ঝরতে ঝরতে শেষ হয়ে যাবে।