তুমি যেন গাছ হয়ে আকড়ে ধরে রেখেছ আমার বিশ্বাসের ফুল....
এজন্যই বিনিদ্র অনুভূতি বুকে নিয়ে জেগে থাকে ভালবাসা।
হ্যা, অনুভূতির সালোকসংশ্লেষনে তুমি বড় হচ্ছো,
তোমার অনিন্দ্য সবুজ পাতাগুলিতে ছড়িয়ে আছে মজবুত চৈতন্যের যত উপশিরা।
আমার অতীতের কার্বন-ডাই-অক্সাইড বের করে দূষনমুক্ত করছো অস্তিত্ব!
কিভাবে সম্ভব? আমার সূর্যহীন আকাশ থেকে তুমি কিভাবে রোদ টেনে নিলে?
কিভাবে অবিশ্বাসের তুষারপাতে জন্ম নিল হঠাত বিশ্বাসের অলয়-পুষ্প?
তোমার শেকড় গভীর থেকে গভীরে ছড়িয়ে যাচ্ছে জীবনের মৃত্তিকায়
এই শেকড় উপড়ে ফেলা এখন অসম্ভব।