কত স্মৃতি কত ব্যথা
কাঁদবে সংগোপনে
কত ভোরের তারা ডাকবে আমায়
নীরবে নির্জনে।


সেদিন শ্মশান চিতায় মুছে যাবে
আমার অভিনয় খেলা,
শুধু তোমার অশ্রুমাখা শিহরণ থাকবে
আমার বিদায় বেলা।


ক্ষুধা হয়ে রইবেনা আর,
জীবন তরণীর নাভিশ্বাস
স্বপ্নের ডানা ছিঁড়বে সেদিন,
শোণিত মাখবে রুদ্ধ আকাশ।


পাখি গাইতে ভুলবে গান,
ভোর হবে না রাত
সেদিন তুমি বুঝে নিও সখা,
অবেলার ডাকে বাড়িয়েছি দু'হাত।
...…......…..............
(১৩/০৫/১৯)