দিনের আলোয় অল্পতেই ক্লান্ত হয়ে পড়ি-
তাই, রাতের আঁধারে জোনাকির আলোতে পথ হাটি।
আলোতে তুমি কাছে থাকলেও রাতেই তোমার ছোঁয়া পাই।


অসংখ্য নক্ষত্রের মাঝে যেন চাঁদ হয়ে সেজে আছো বরণ ডালায়;
এমন মহানিশায় কেউ যেন আমায় ডাকছে
হঠাৎ চোখ মেলে পাশেই দেখতে পেলাম নীল শাড়ি পরা;
মনে হল নীল আকাশ হাজারো নক্ষত্র গায়ে মেখে চাঁদের টিপ পড়ে দাঁড়িয়ে আছে;
নগ্ন শীতল নিরাভরণ দু’খানা হাত, চোখ তার মিষ্টি তৃষ্ণার্ত মনে হয় চন্দ্রগ্রহণ।


চৈত্রের কাক ডাকা রোদে কখনো তোমাকে এতটা তৃষ্ণার্ত দেখিনি!
যতটা তৃষ্ণার্ত দেখেছি সেই অনুষ্ণ রজনীতে!
মনে হয় কোন বিলুপ্ত নদী, একটু জল আসলে এখনি তার নাব্যতা ফিরে পাবে।


জানুয়ারি ২৪, ২০১৬