অথৈ জলে ভাসছে হাওর, কৃষকের স্বপ্নে বেদনা ঝরে;
পুকুর পাড়ের ডাটা শাক গুলো পচে লুটিয়ে পরেছে,
যেন, কৃষকের পাঁজরের এক একটি হাড় ভেঙ্গে পরে।
জলের উপর ভাসছে গ্রাম, ডুব ডুব ঘরের চাল,
প্রকৃতির ভারী বরষণ, ডুবছে হাওর, ডুবছে খাল।
কৃষান, কৃষানীর স্বপ্ন ভেসে যায়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে
অভাব, দারিদ্রতা ভেসে আসে, ঠাই হীন ঘরে।
ভাসছে ফসল, ভাসছে স্বপ্ন, চোখের জলে একাকার
একুল অকুল ঠাই নাহি পাই, কেউ নেই দেখিবার।
এখন বিষাক্তের ছোঁয়ায়, নির্ভয়ে বসে না পাখির মেলা,
জলের ভিতর, মাছেদের ডুব সাঁতার হয় না খেলা।
চাল নেই, ডাল নেই, ভেসে গেছে সব, চুলায় বসে না কড়াই
বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, বেঁচে থাকার কি নিদারুন লড়াই।


এপ্রিল ৩০, ২০১৭