সে ছিল এই গাঁ-য়ের মেয়ে, দুষ্টুমিতে সেরা
মিথ্যে কথায় বাদ সাধিত, করে শুধু জেরা।
দুষ্টুমিতে যেমন ছিল, লেখা-পড়ায় ও তেমন
পরীক্ষাতে উত্তর দিত প্রশ্ন আসত যেমন।
কেউ বলেছে দস্যিপনা, কেউ’বা বলেছে ভালো
কেউ বলিত এই মেয়েই, আনবে গাঁ’য়ে আলো।
কার পেটে পীড়া,কে নিরাহার নিত তাঁহার খোঁজ
নিজের কথা ভুলে অন্যের কথা ভাবিত সে রোজ।


দেশটাকে সে বাসত ভালো, আপন মায়ের মতো
স্বদেশ নিয়ে ভাবত সদা, হয়না যেন ক্ষত।
রোজ প্রভাতে উঠে, নেয় সে মাটিরে ঘ্রাণ
সে মাটিরে আঘাত করে, কার আছে সে প্রাণ?
হঠাৎ!গোলার শব্দে ভাঙল যে তাঁর ঘুম
সেদিন থেকে চোখ দু’টি তাঁর হয়ে ছিল জুম।
স্বদেশ কে বাঁচাতে, সেই যে গেলো ঘর ছেড়ে
জীবন দিয়ে হলেও আনবে সে বিজয় কেড়ে।


কখনো গ্রেনেড হাতে, কখনো বাইছে নৌযান-
ধ্বংস করেছে শত, শক্রুর নভোযান।
পোয়াতী মায়ের মত, স্বদেশ কে আগলে রেখেছে নিরন্তর,
প্রসব করেছিল, স্বাধীন বাংলাদেশ, উনিশ শত একাত্তর।
যখন, স্বদেশটাকে মুক্ত করে আসল ফিরে গাঁ-য়ে
সমাজ বলছে তাকে, নষ্ট তাঁহার লেগে আছে গা-য়ে।


৪ই অক্টোবর ২০১৬