ফুল বাগিচার ফুল গুলো আজ হাওয়ায় দুলে দুলে
আমি নয়ন পেতে রাখিগো তাই
তুমি বসবে এসে কোন পরাগের ফুলে।


টগর, বকুল, জুঁই, চামিলি সবাই করবে তোমায় বরণ
সকল বাঁধা ভেদ করে কি আমায় পরবে তোমার স্মরণ?
তোমার মনের কূলে।

সদ্য ফোঁটা ফুল গুলো আজ
রঙ-বেরঙে সেজে যায়
তোমার, অনুরাগের পরশ পাথর
লেগে থাকে ফুলের গায়।


ফুল পরীদের ফুল বাগিচায়
মন যে আমার যায় চলে
সেই বাগিচার মালি হতে হায়
মন যে আমার ফুল কূলে।


এপ্রিল ২৪, ২০১৭