মুক্ত দানার মত ঝরে পড়ুক তাঁর প্রতিটি ফোঁটা, দূর্বা ঘাসের বিছানায়
রোজ সকালে তোমার ফাটা ঠোঁটে এক ফোঁটা কুয়াশা মেখে নিও
দেখবে প্রকৃতির এই অনুদান তোমাকে কতটা কোমলিয় করে তোমার কৃত্রিম প্রসাধনী থেকে।
রেশমি শাল গায়ে চাপিয়ে মাঝ রাতে কলা পাতা বিছিয়ে খেজুর রসের ফিন্নি-পায়েস খাওয়া
মাটির চুলার পাশে বসে মায়ের হাতের শীতের পিঠা-পুলি খেতে খেতে আগুনের উষ্ণতা নাও-
সবই আমাকে ভালবেসে,
কারণ! তুমি ভালোবাস আমাকে, ভালোবাস কুয়াশায় চাদর জড়ানো রাত,ভালোবাস কুয়াশা ভরা সকাল।
তুমি অপেক্ষায় থাক আমার, আমার মাঝে হারিয়ে যাবার।
যেমন অপেক্ষায় থাকে ছাউনিহীন রেল লাইনে পরে থাকা বৃদ্ধা শীতে কুয়াশার চাদর গায়ে কনকন করে কাপে আর এক টুকরো সুর্যের প্রহর গুনে।
উদ্দাম নৃত্যে ঝাঁকে ঝাঁকে খেলাও চড়ুইভাতি এই পৌষেও!
কাকের সাথে ঘোরপাক করে ওরা তোমার চারপাশে,
তোমার ফেলে দেয়া উচ্ছিষ্টই ওদের সারা দিনের আহার;
তোমার রেখে দেয়া কাঠ কয়লা থেকে উষ্ণতা খুঁজে নেয়।
আমাকে স্পর্শ করে তোমার যতটুকু প্রাণসঞ্চার হয়েছে, তার চেয়ে বেশি প্রাণসঞ্চার হবে-
ফুটপাতে শুয়ে থাকা নির্বিকার পথশিশুটির পাশে একটু দাঁড়িয়ে দেখ।
অক্টোবর ১৮-২০১৫