পুষি বিড়াল, পুষি বিড়াল
করছ তুমি কী?  
গরম ভাতে মাখছি আমি
খাঁটি গাওয়া ঘি।


মা যে তোমায় কাঁটা দিল  
তোমার প্লেট ভরে  
এসো তবে একসাথে খাই  
মা গেছে যে দূরে।


ওই যে দেখ ইঁদুর ছানা
এখান দিয়ে গেছে
পুষি বিড়াল দৌড়ে দেখে
সব কথাই মিছে।


পুষি বিড়াল রাগ করে
ধরছে মনে ভাব
মা বলেছে, জানো না তুমি
মিথ্যে বলা পাপ।