তুমি’ত কলি ছিলে, এখনো হওনি ফুল,
তোমার পরাগে কেন? বিষাক্ত কীটের ছোবল
শোকেসে সাজিয়ে রাখা পুতুলের বক্ষ দেখে, তৃষ্ণাময় তোর দু’চোখ।
তোকে দেখে শকুনেরও বিতৃষ্ণা জাগে,
মনুষ্য সভ্যতা আজ কাঁচের ফ্রেমে বন্ধি
সৌখিন বিপ্লববাদিরা তোর ছাতা হয়ে দাঁড়িয়ে থাকে-
এক পেয়েলা মদ, একটি কলি এনে দে
দেখবি,তুই হাজার কলি নষ্ট করলেও তাঁদের মনে এতটুকু দাগ কাটেনা।
স্বপ্নের যাত্রা পথে যখনই হাঁটতে থাকে-
এ যেন টিউব লাইটের আলোয় আসা উইপোকা গুলো
নি:শব্দ টিকটিকির খাদ্য।
রাস্তার কুকুরগুলো যখন, ঘেউ ঘেউ করে আন্দোলনে ঝাঁপিয়ে পরে,
রক্তমাখা মানুষগুলো তখন, পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে।
একটি কলি যেন, বৃহৎ বৃক্ষের ধারণক্ষমতাহীন!
বিস্ময় জাগে বোধে!
মানুষের জিভে মনুষ্যত্ব ধংশের লালা।
আমাদের জেগে থাকতে হবে, স্বপ্নমগ্ন স্নিগ্ধ জলে ভাসিয়ে দিব সকল বিহ্বলতা।
প্রতিটি কলি যেন ফোটে থাকে, মাতৃগর্ভ ছায়া তলে।
ধর্ষকের ফাঁশি হোক জন-সভাস্থলে।


৩১-১০-২০১৬