ভোরের কুয়াশায় ,নৃত্যে বালিকা, শিশির ভেজা পায়
দেখি মিষ্টি রোদে গা ভাসিয়ে, মোর প্রাণ ভরে যায়।
হিমকুয়াশায় ধূসর হয়ে আসছে নদী ঘাট,
সরষে ফুলে আবির ছড়ায় মাঠের পরে মাঠ।
রাত শেষে ভেসে আসে, গাঁয়ের বধূর ধান ভাঙানি গীত,
শীতল হাওয়ায় হয়না কাবু, করে পৌষের সাথে প্রীত।
রঙ্গিন ফুলে কত মৌমাছি করছে মধু আহার,
খেজুর রসে মায়ের হাতে তৈরি পিঠার বাহার।
নতুন ধানের মৌ মৌ গন্ধে, কৃষকের ঘরে আসে যখন সুখ,
বালিকা তখন বধূ হয়ে যায়, বাবা-মা কাঁদে,ব্যথায় ভারী বুক।
ছেড়া কাঁথা, শূন্য কুটির, থর থর করে কাঁপে দুঃখিনীর গায়,
নিয়তির কাছে প্রলাপ, এর চেয়ে যেন, মোর প্রাণ চলে যায়।


অক্টোবর ২১, ২০১৬