জলতরঙ্গের মিষ্টি সুর! নাকি পাহাড়ের কান্না?
পাহাড়কে প্রশ্ন করলে কি উত্তর দিবে?
হয়ত বলবে, এটাই আমার রূপ।
জমে থাকা খেদ মেঘের বর্ষা, নাকি পূর্ণতার এক ফোঁটা জল?
যদি তোমাকে প্রশ্ন করি কি উত্তর দিবে?
জীবনের সমস্ত প্রেম অভিমান হয়ে গেলে
জানি কখনো তুমি বলবে না
জমে থাকা খেদ মেঘের বর্ষা
বলবে! এটাই আমার পূর্ণতার জলদাগম।
হাজার কাঁটার মর্মঘাত, তোমার দেহে
মর্মপীড়া ভুলে যেয়ে বলবে, এটাই-
আমার দেহের সীমায় তোমার অধরসংগম।


অক্টোবর ২৫,২০১৬