সবাই আমায় মানুষ বলে, আমি নাকি মাটির মানুষ, আমিও একদিন মাটি হবো!
তাহলে সোনা-রূপা, শ্বেত পাথরে কেন’রে মানুষ ঘর করো?
কে আমির,কেবা ফকীর
কেন করো’রে বিভাজন
যাইতে হবে মাটির ঘরে
কর’রে মানুষ আয়োজন
যতই করো রূপ-লাবণ্য,থাকো পরিপাটি
মানুষ হতে হলে তোকে হতে হবে মাটি।
সবাই আমায় বলবে মানুষ, মাটির কথা ভেবে যখন, মাটি হয়ে রবো।।ঐ
মাটির মানুষ হয়ে তুমি হও কেন পাথর?
আঘাত করো সেই মাটিরে
কাদে মানুষের’ই অন্তর
মাটির কথা না ভাবিলে কে বলবে তোরে মানুষ
দুই দিনের দুনিয়াতে নেই তোর কেন’রে হুঁশ।
আমি মাটি আছি, থাকব মাটি, মানুষ হতে হলে মন এই কথাটি ভাবো।।ঐ
মরার পরে মানুষ নামটি হয়ে যাবে লাশ
যে মাটিতে ঘরা আমি
সেই মাটিতেই বাস
কত কিছুই ঘরলাম ভবে কেউ হল না সাথী
আমি মানুষ থেকে হয়ে গেলাম আবার মাটি।
সবাই আমায় মানুষ বলে, আমি নাকি মাটির মানুষ, আমিও একদিন মাটি হবো!
তাহলে সোনা-রূপা, শ্বেত পাথরে কেন’রে মানুষ ঘর করো?


অক্টোবর-০১-২০১৬