শরিরে বাহ্যিক বহি:সজ্জা অন্তরালে রেখেছি ক্ষত
এইতো আছি ভালো, এই বলতেই অভিনয় অবিরত।
চৈতত্রের চৌচির রোদে কেউ খুঁজ়ে সোনালী আলো
হরিণীর হাঁক এই বুঝি সব জ্বলে-পুড়ে গেল।
বিচিত্র জন, বিচিত্র কর্ষণ যায়না ছবি আকা
তবুও জ়েগে আছি আমি বিপরীত জলে একা।
কেবল কতিপয় বিচক্ষণরাই বুঝিতে পারে আমারে
বহি:সজ্জার অন্তরালে কী ক্ষত রেখিছি নিখুঁত সাজিয়ে।
মস্তিষ্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়েছি মানব পুরে
উন্মাদগ্রস্ত,বক্তুড়ে,জ্ঞানী যে যাহা পারে যায় বলে।
পড়সী চর্চা না করে, দর্পণ করো নিজেকে নিজে
দেখবে, একটি বিশাল গোলাপ ফুটে আছে তোমার অন্তরে ।



১০-ই সেপ্টেম্বর ২০১৬