এগুলো মেহেদী নয়, রমণীর পায়ের আলতা নয়-
এগুলো চাপাতির আঘাতে ছিটকে পড়া লাল রক্ত।
কি বল! মানুষের রক্ত মানুষের হাতে
মানুষের রক্ত মেঠো পথে!
এ আবার হয় না কি?
তোমার কি লাগবে? সেটা বল-
এক ফোটা আলতা, তোমার ভাবি নিয়ে যেতে বলেছে-
আজ আমাদের বিবাহ বার্ষিকী, সে আলতা দিয়ে সাজবে।
খুব দ্রুত এখান থেকে চলে যাও-
এখানে মানুষের অকাল মৃত্যুর নভোযান ছুটে আসে,
এখানে আইনের বই গুলো লাল ফিতে বাঁধা থাকে।
এখানে সভ্য মানুষেরা চলে যাবে দ্রুত পাশ কেটে,
এখানে মানবতার বাণী আসে অবসানের পরে।
মৃত্যুর নভোযানের ফাঁকে ফাঁকে দ্রুত বাসায় ছুটে আসে
এ কি! এত লাল রঙ
হঠাৎ চোখে পড়ে, হায়নাদের উলঙ্গ উৎসব-
পাশেই পড়ে আছে তার ভত্রী।
ছিন্ন বস্ত্র-পরিহিত, ছিন্ন স্তন, স্নায়ু তছনছ করা উরু
রক্তাক্ত জরায়ু।
এখানে ভালবাসার পরিণতি এমনি হয়-
এখানে আইনের বই গুলো লাল ফিতে বাঁধা থাকে।
এখানে সভ্য মানুষেরা চলে যাবে দ্রুত পাশ কেটে,
এখানে মানবতার বাণী আসে অবসানের পরে।


আগস্ট ০৯, ২০১৫