আমি স্বপ্ন নিয়ে উপড়ে ফেলেছিলাম হানাদারের কেশ


রক্ত দিয়ে এনে ছিলাম লাল সবুজের দেশ।


স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল, বছর গেল কেটে-


আর কবে স্বাধীন হবো? পড়বে না লাথি পেটে।


এখনো লোভিদের লোভে মজুরদার মরে


স্পেকট্রাম, রানা প্লাজা ধসে পড়ে।


কত নিষ্প্রাণ গেল তাজনিনের আগুনে পুড়ে


ফেলানিরা এখনো ঝুলে সীমানার তারে।


মায়ের কোলে শিশু মরে, বাবার সামনে মেয়ের বশ্র হরণ


এখনো বুলেটের আঘাতে অঙ্গহীন বাড়ি ফিরে কলেজ তরুন।


অপমান-লজ্জায় মুক্তিযোদ্ধারা করে আত্মহত্যা


পাপিষ্ঠরা পাপ করে যায় তাহারাই বড় কর্তা।


এখনো চলে লাঙ্গলের চাষ অনাহারীর বুকে-


আঘাতে বিক্ষত দেহ, এখনো স্বপ্ন দেখে।


জুলাই-১২-২০১৫