অসৎপাত্রে জল ডালে যুব, পুংশ্চলীরা বসে থাকে পরম্পর
ক্ষণিকের তরে, মর্ত্য স্বর্গে পুলকিত মিলনে,
খেতের ফসল পড়ে থাকে পরিত্যক্ত ডাস্টবিনে!
তিলে তিলে অচৈতন্য অঙ্গ, নেশার সমারোহে-
ক্ষয়ে যায় অচিরাৎ,লুপ্ত দ্রব্যের মতো যায় নিমেষে ফুরিয়ে,
অস্ত যায় শুভ্র মানবিকতার ভোর।


নভেম্বর ১৪-২০১৬