ফুলের মত ফোট, পাপড়ির মত কেন ঝর
বৃক্ষের মত হয়েও ঝড়ে কেন ভেঙ্গে-পড়।
যদি ফুল হও ফুটে থাক,তোমার সৌরব ছড়িয়ে রাখ
বৃক্ষ হলে দাঁড়িয়ে থাক,তোমার আগমন জানিয়ে রাখ
তোমার আলোয় হও তুমি আলোকিত-
জাগো নারী জাগো, জাগো নারী জাগো।


তুমি নারী, নয় অবহেলা
তুমি ও হতে পার বেগম রোকেয়া।
সূর্যের মত উঠো, প্রতিটি প্রভাতে
ছুটে চলো জলের স্রতে-
কর না নত মাথা সহসা
তুমিও হতে পাড় মাদার তেরেসা
জাগো নারী জাগো, জাগো নারী জাগো।


তুমি ছাড়া হয়না ধরণী,
তোমাকে প্রয়োজন সৃষ্টিতে
তোমাকে প্রয়োজন আমার দৃষ্টিতে
তুমি জাগ্রত হও, দেখ চোখ মেলিয়া
তুমি ও হতে পাড় বেগম সুফিয়া
জাগো নারী জাগো, জাগো নারী জাগো।


ফুলের মত ফোট, পাপড়ির মত কেন ঝর
বৃক্ষের মত হয়ে ও ঝড়ে কেন ভেঙ্গে-পড়,
জাগো নারী জাগো, জাগো নারী জাগো।


এপ্রিল ১৬-২০১৬