রাত পোহালেই আকাশ ছোঁয়া যাবে;
তুমি বল রাত শেষ হবে কি ভাবে?
সবই স্বপ্নের মত দিত যদি ধরা,
হৃদয় মাঝে হতো কি তবে এতটুকু খরা?
তাই তোমায় খুঁজি আমি স্বপ্নের কাছে।


স্বপ্ন তুমি দেখনি কখনো, মেলিয়া মনের দৃষ্টি
মেঘ হয়েও বুঝলে না, মেঘ থেকে কি করে ঝরে বৃষ্টি
জলশূন্য তোমার আকাশ, এখনো পাওনি সে টের
সময় গেলে হবে না সিক্ত,চেষ্টা কর যত ঢের
স্বপ্নের দৃষ্টি আঁকড়ে ধর, দিওনা যেতে পিছে।


নদী, ঢেউ তুলে তৃপ্তি পায় যদি-
তোমার বিষাদে কাঁদব নিরবধি-
তৃপ্তির ঢেউয়ে ভাঙ্গে নদীর দ’কুল, জলের কি যায় আসে
আমার বিষাদের কান্নায়, তোমার চোখ কখনো জলে ভাসে?
আমিও ঢেউ হব, আমারও বিষাদের জল আছে।


তুমি আজ আঁধারে বসে বসে যে কথা ভাবছ
একদিন সে কথা শুনে বার বার হাসছ
পৃথিবীর প্রথম বেলাতে বলেছিলাম যে কথা
আজ মনে করে সে কথা, কেন পাও শুধু ব্যাথা?
স্মৃতির পঁজিকা এখনো আছে, আমার কাছে।


নভেম্বর ২৩, ২০১৬