উজ্জ্বল রক্ত মাথায় দিয়ে মানবতার ঘুম পাড়ায়
জমাট বাঁধা রক্তে তৈরি পাউরুটির জেলি  
ক্যামেরার ফোক্স্ এ আঁকা-মুখে বাঁচার ব্যগ্রতা
তবুও কাঁচের প্রেমে বন্দী!
প্রাণহীন দেহ পড়ে থাকে,মানুষের সৃষ্ট পথের উপড়ে।
হ্যাঁ, সত্যিই, ভারী চমৎকার!
ক্ষমতার উগ্রতায় মানবতা বড়ই উৎসুক
কারণ নৈঃশব্দ্য মানবতার মুখে বিস্বাদ!
মানবতা এখন দণ্ড দেয়-  
নিষ্প্রাণ মায়ের স্তন থেকে অবুঝ শিশুর দুধ পানে;
বালু চরে ভেসে আসা নিষ্পাপ শিশুর লাশকে!
মানবতা এখন দণ্ড দেয়-  
জাত, ধর্ম, ধনশালিতা দিয়ে,  
স্থান ও কাল বেধে মনুষ্যত্ব এখন খণ্ডে খণ্ডে মানবসমাজকে নিয়ন্ত্রণ করে।


নভেম্বের ২৮-২০১৬