প্রভাতে তোমাকে জাগিতেই হবে


থাকিতে যদি চাও তবে বসুন্ধরার বুকে


জাগ্রত হও, উদ্যত থাক-


চলো সত্যের পথে।


ধর হাতে হাত, বন্ধন হও সকলে মিলে


আসুক যতই প্রপাত, যতই বিঘ্ন-


ভেঙ্গে ফেল সব শক্তির বলে।


শকুনের চোখ উপরে ফেল


তোমার ক্ষিপ্ত চোখে


জ্বালাও মশাল—


তোমার শৌর্যপূর্ণ আগ্নেয়গিরি দিয়ে।


সংগ্রাম করো ন্যায়ের পথে


জাগ্রত হও, উদ্যত থাক-


থাকিতে যদি চাও তবে বসুন্ধরার বুকে।


জুন ০৭, ২০১৫