কে তুমি? দিনের আলো, রাতের আঁধার না’কি বনিতা?
কখনো তোমায় দেখি,  চাঁদের আলো গায়ে মেখে অকৃপণ ভাবে আলো ছড়িয়ে যাচ্ছ
কখনো তোমায় দেখি আঁধার নিশীতে ছায়ার মতো চোখের সামনে ভাসছো।
কখনো তোমায় দেখি সূর্যের ছায়াতে অন্তরালে হাটছ,
কখনো তোমায় দেখি আমার স্বপ্নের রানী হয়ে লুকো-চুরি খেলছো।
গভীর অন্ধকারে তোমার পানে তাকাতে যেয়ে চোখের অগাত ঘুম নিমিষেই চলে যায়।
তোমাকে স্পর্শ করব বলে ছুটে আসি কাশ ফুলের নরম বিছানায়
তোমার মুক্তা ঝরানো হাসি দেখে অপলক দৃষ্টিতে চেয়ে থাকি।
ভাবি কিছু বলব তোমায়” ঠিক তখনই হৃদয়ের ভাষা হারিয়ে যায়
জানালার ফাক-দিয়ে তোমার আলোতে সকালের ঘুম চলে যায়।
তোমার সাথে ঘুরে ফিরে কেবলই আমার দেখা হয়-
কখনো আলো, কখনো আঁধার, কখনো ছায়ার বেশে।
স্বপ্নের মাঝে এসে বলো, আমি তোমার সঙ্গিনী বনিতা
সত্যি কি তাই?
না’কি জীবনানন্দের সেই কল্পিত বনলতা সেন
যে আমার কল্পনায় থাকা বনিতা।


জুন ০৩, ২০১৫