একটি যৌবন আমাকে ডেকে বললো
আমি তোমার শান্ত হৃদয়ে ফুল ফুটিয়েছি
আজ থেকে এ ফুল তোমার দেহে ফুটে থাকবে
রঙিন রাত্রির স্বাদ উছলে পড়বে তোমার নিবাসে
বায়ু বয়ে আনবে নিসর্গের অমলিন ঘ্রান।


প্রবল বর্ষায় তোমার মাঝে ঝড় উঠবে-
এ কথা শুনে যেন ভয় পেও না!
এ ঝড় তোমার যৌবনের সৃষ্টি,
তোমার উদ্যমেই অদ্ভুত গলিপথে বাঁক নিবে বর্ষার জলধারা।


বৃক্ষের মতই দীর্ঘ হবে ক্রমশ
হাওয়ার সঙ্গে যুদ্ধে মেতে ব্যস্ত সময়
অগ্নিশিখার মতো জ্বলজ্বল করে ধেয়ে উঠবে!
আবার যৌবনের নিস্তেজে ঝরে পড়বে তুষার।

তুমি ঊষাকে ভেদ করে জেগে ওঠা প্রথম শিখর
তুমি উষ্ণকারী সূর্যের প্রতীক
তুমি আঁধারের মাঝে আলোর মশাল
তুমি ভীরুর ভয় ভেঙে দেওয়া নও জোয়ান।


এখন তোমার বয়স ঊনিশ কুড়ি
বর্ষায় ভরা জল-নদী, দিন বদলের ভ্রুন
এখন তোমার সমীপে,সৌভাগ্যের সুগোপন সিঁড়ি।