চুল সাদা, দাড়ি সাদা,সাথে তাঁর মন সাদা  
দেখতেও সুদর্শন
তবুও নিজেই খোঁজেন, নিজের মাঝে কাদা
সদা করেন কর্ষণ।
  
জ্ঞানীদের মূল্য দিতে, করেন না হরণ  
ঘুরে বেড়ান পথে পথে
যেথায় পরে আছে ঐ জ্ঞানীদের চরণ
ছুটে যান আপন রথে।


সত্যে কে তুলে ধরেন, মিলিয়ে ছন্দ
সত্য কে কখনো করেন না খর্ব  
ভীতুরা দেখে তা, করে শুধু ধন্দ
সত্য বলতে’ই করেন সে গর্ব।  
  
মিথ্যে কথা তাহাঁর কাছে, লাগে বড় তিতা
সত্য কথা বলে যে জন  
ছোট বড় সকল কে, করে নেন মিতা।।