অদ্ভুত আঁধারে হারিয়ে যাচ্ছে চির চেনা পথ!
জোনাকির আলোয় যখন হারিয়ে যাওয়া পথ খুঁজি-
শকুনের থাবায় সেই আলোটুকুও নিবে যায়!
তখনি দেখা হয়, চিল আর শকুনের রাজত্ব।
রক্তমাখা ক্ষমতার হাত, লাল গালিচায় বরণ
ধর্ষিতারা রন্ধ্র তলে, ধর্ষকেরা নক্ষত্র হয়ে জ্বলে।
ক্ষয়ে যাওয়া শরীরের পচন থেকে রক্ত-পুচের গন্ধেও
লোভী পিঁপড়ারা আহার খোঁজে-
আমার রক্তে বীজ বুনে নৃত্যবরত বিজয় মিছিলে।
আমার সুতীব্র ভাষা হয়ে যায় না ফোঁটা মাইন,
যেন মাকড়শা তার জাল দিয়ে আটকে রাখে,
এই মানবপুরে সত্যিই কি হবে না আমার অধিষ্ঠান?
আমার মাংশ পেশী ছিরে খাও, আছে যত তোমার কর্মশক্তি
এখন কিছুই বলব না তোমায়।
শুধু মনে রেখো, ঈশ্বরই একদিন দিবে এর প্রতিদান।


এপ্রিল ১৭-২০১৬