ঠাঁই পাবো কি, যানি না যে,
ওগো তোমার হৃদয় মাঝে।
সাঁতার কাটি সকাল-সাঁঝে
তবুও তোমায় দেখি না যে।


এসে তুমি চেয়েছিলে, আমায় থেকে ছুটি
তবে দিলাম তোমায় ছুটি-
এই বেদনা বইতে আমি পারি না যে।


ভেবেছিলাম নিজন ছায়ায়,
দেখা হবে তোমায় আমায়
বিলিয়ে দিব তোমায় এ মন
যা আছে মোর সঞ্চিত ধন।


আবার আসিও তুমি, আসিবার ইচ্ছে যদি হয়-
সে আসা যেন আবার মিথ্যে নাহি হয়।