আমার মাটির ছোট একটি ঘর


যেখানে থাকব আমি সারা জীবন বর-


ইট পাথরের নাই গাঁথুনি


খর কুটার নাই ছাউনি


নাইরে আলো বাতি


এমন ঘরে আপন জনও, হবে না রে সাথী।


দুই একদিন মায়ার জালে


কাঁদবে সবাই আপন ছলে


ভাববে না কেউ আমার তরে


কি রাখিলাম, কি গড়িলাম খুলবে তাঁহার নথি।


দুই দিনের দুনিয়াতে


সবাই ছিল একই সাথে,


থাকব যেথায় জীবন বর


সেথায় এখন সবাই পড়


কার লাগিয়া সাজাইলাম এমন রঙমহল।


আমি এমন ঘরে পড়ে আছি


ইট পাথরের নাই গাঁথুনি


খর কুটার নাই ছাউনি


আছে শুধু আমার কর্মের ফল।


অগাস্ট ১৩, ২০১৫