আঁধারে একটি আকা- উজ্বল মুখ
কখনো কান্নার কখনো হাস্যের ধ্বনিতে-
তোমার মাটি ঘেরা প্রাচীরে।
উজ্জ্বল প্রেমিকেরা তুলে ধরে তাদের রূপালি ডানা-
প্রকৃতির মাঝে রেখে যায় সে, তাঁর হৃদয়ের চাবি
আঁধার অরণ্যে।
একটি গোলাপ, এতো মানুষের হৃত্পিণ্ডে সৌরভ ছড়িয়ে-
সে পৌঁছাতে পারেনি মানুষের জমাট হৃদয়ে।
এ কান্নার কণ্ঠ বাতাসে ভাসে না,
এ কান্নার কণ্ঠ মানুষের শ্রবণে পৌঁছায় না।  
যে ছিল জ্বলন্ত বিকিরণ-
আজ, তাঁর কান্না শুধু পাথর!
হাস্যের ধ্বনি এক খণ্ড কাচ!
রাত্রির নিবে যাওয়া প্রদীপ।
আঁধারে একটি আকা- উজ্বল মুখ, আজ মৃত্যুর দুয়ারে।