আবার যদি হয়গো দেখা,তোমার সাথে, বসুন্ধরার বুকে  
মনে পরবে কি? হারানো সেই স্মৃতি, তোমায় পাওয়ার সুখে।।


মিথ্যে আশার মায়া গুলো
আজ দিচ্ছে কেন ধরা
স্মৃতির কোঠায় সবই আছে
শুধু বুকের মাঝে খরা।


আসবে কি আর আলোক প্রহর, ধূসর ধুলোর ভীরে-
বসুন্ধরার বুকে, আমার শেষ বেলার-ই নীড়ে।।  


স্বপ্নগুলো ভাসছে কেন?
চোখের মায়া ডোরে
হৃদয় মাঝে বইছে বাতাস
দুঃসহ অশান্ত ঝড়ে।  


জীবন স্মৃতি যেন এলোমেলো হয়ে উড়ে যায়,
হৃদয় মাঝে যেন আজ হিম জমে যায়,  
তবুও স্মৃতি গুলো ভাসে বার বার চোখে,  
আবার যদি হয়গো দেখা,তোমার সাথে, বসুন্ধরার বুকে।।