ছুঁয়ে কান্নার রং, মেখে যায় কায়া
কোথায় সুখের আবির, জানে না জোছনার ছাঁয়া ।।


আমি জল চাই ঐ পাহাড়ের কাছে-
পাহাড় বলে, কান্না ছাড়া আমার কি আর আছে  
আমি জল চাই ঐ মেঘের কাছে-
মেঘ বলে, বৃষ্টি ছাড়া আমার কি আর আছে।  


ছুঁয়ে কান্নার রং, মেখে যায় কায়া
কোথায় সুখের আবির, জানে না জোছনার ছাঁয়া ।।  


আমি মেঘের পাহাড়ে বসে-
চাঁদ ছুতে চাই  
আমি চাঁদের পাহাড়ে বসে-
তারা খুঁজে যাই।  


হঠাৎ ঘুমের মাঝে, দুঃস্বপ্ন আছড়ে পড়ে    
স্বপ্নের মতো ছাঁয়া, অন্ধ দেয়াল জুড়ে।


ওড়াও ওড়াও তোমার ইচ্ছে ঘুড়ি
শুভ্র রঙ্গীন চাওয়ায়  
আমার রংধনু সাত রং ভেসে যাক  
এই মেঘলা হাওয়ায়।

ছুঁয়ে কান্নার রং, মেখে যায় কায়া
কোথায় সুখের আবির, জানে না জোছনার ছাঁয়া ।।