টুকরো সুখের আশায়, একটু আদর চাই
কোথাও চাওয়ার হিসেব মিলে না!
বড় আশায় আছি “মা, যদি তোমার বদন শুনতে পাই”।।  
পৃথিবীটা বড়ই ছোট লাগে
মা তোমার কোল থেকে
এতো অপার মেঘের ছায়া
তবু! তোমার আঁচল কেন ডাকে?


বড় আশায় আছি “মা, যদি তোমার বদন শুনতে পাই”।।  


শীতল বাতাসে, দেখি না তোমার মায়া
বৃক্ষের আরালে, পাই না তোমার ছায়া।
এতো রঙিন প্রদীপ জলে, হয় না ঘরে আলো
কোথায় তুমি আছো মাগো? তোমার প্রদীপ জ্বালো।    


টুকরো সুখের আশায়, একটু আদর চাই
কোথাও চাওয়ার হিসেব মিলে না!
বড় আশায় আছি “মা, যদি তোমার বদন শুনতে পাই”।।