ছোট কুটীর নদীর মাঝে,
জোয়ার-ভাঁটা, সকাল-সাঁঝে-  
কাছেপিঠে নেইকো তীর।

একলা হেথায় আপন মনে
প্রেম করে যায় জলের সনে
জনমানুষের নেইকো ভিড়।


চাঁদটি তাঁহার আলোক বাতি
চাঁদ ডুবিলেই আঁধার সাথী
ঝড়-বৃষ্টি তাঁর নিত্য খেলা।


নেই অভিযোগ; তবু ও তাঁর
হাসি মুখে দিন করে পার
এ যেন এক সুখের মেলা।


তোমরা যারা; সুখ খুঁজে যাও-
সুখে থেকে ও,আরো পেতে চাও
বিশাল ঐ অট্টালিকার মতো।  
  
শত দুঃখে ও বাজায় সুখের বাঁশি !
ছোট কুটির, তবুও মুখে ভরা হাসি
জলের মতো বইছে অবিরত।    


সুখ কাকে বলে, দেখতে যদি চাও
রাখালিয়া থাকে হেথায়, মেঘনার চরে যাও।