এম বি এ করা আমি বেকার ছেলে
এ-শহরে ঘুরে বেড়াই
যদি একটা চাকরী মেলে।


এই যান্ত্রিক শহরে, ক্ষণে ক্ষণে থেমে যায়, রিক্সার হ্যান্ডেল
বেকার যুবক, হাঁটতে হাঁটতে ক্ষয়, পায়ের স্যান্ডেল।


ছুটে চলছি, ছুটে চলছি, আমার ব্রেক ফেল-
উল্টে যায় অটোঃ মানে না সিগন্যাল
এই বুঝি বাজে; মৃত্যুর কলিং বেল।


কেহ
রমনায় হাঁটে, ফুটপাতে হাঁটে, অলিতে গলিতে হাঁটে
হাঁটতে হাঁটতে ক্ষুধা বাড়ায়
আমি
রেল লাইনে হাঁটি, ডাস্টবিনে হাঁটি, দ্বারে দ্বারে হাঁটি
হাঁটতেছি হাঁটতেছি ক্ষুধার জ্বলায়।


হাঁটতে হাঁটতে ক্লান্ত, শুধুই মিথ্যে হাঁটা
আমার কান্নার হাঁটা কেউ শুনে না
মনে হয় এই শহরের, দু-কান কাটা।