দমকা হাওয়া হঠাৎ এসে, হারিয়ে গেলো কেউ
বুকের মাঝে শোঁ শোঁ শব্দ, অজানা এক ঢেউ।
সুখ গুলো মোর ভাসছে কালো মেঘে,
দুঃখ গুলো মোর টলে বুকে লেগে।
হারানো সেই দিনগুলো আজ, ধুলোর মতো ছোটে
স্মৃতিগুলো মনের মাঝে, ঝাঁকুনি দিয়ে উঠে।
তোমার শূন্যতাকে ধরে রাখি বিপুল বাসনায়,
ভুল ভাঙ্গলে চলে আসবে সেই চেতনায়।
তোমার হৃদয়ের গহন নীড়ে, ভেবেছো কি কখনো মোরে?
আমায় কখনো ভাবিয়াছো কি? তোমার স্বপন ঘোরে।      
অকপটে বলে দিও, ভালোবাসো কিনা-  
না হয় বলে দিও আমার প্রতি কতটুকু ঘৃণা।  
বক্ষ ভরি বইব আমি, পুড়ে হোক না ছাই, মোর বাসনা
শুধু একবার শুন, আমার অশ্রুভরা গান, পরে না হয় আর এসো না।