স্বাধীনতা বলে চিৎকার করি, দেখেছি কি স্বাধীনতার মুখ  
হায়নারা এখনো দল বেঁধে হাঁটে, কেড়ে নেয় মায়ের  জমানো সুখ।
মূর্খরা এখন মঞ্চে বসে, জ্ঞানীর আসন শূন্য
অত্যাচারী শাসক এসে, করে সে আসন পুণ্য।
স্বাধীনতা বলে চিৎকার করি, দেখেছি কি স্বাধীনতার মুখ?
এখনো কত সন্তান হয় বেওয়ারিশ! খালি হয় মায়ের বুক।
স্বাধীনতা তুমি নামেই স্বাধীন, পেরেছো কী স্বাধীন ভাবে চলতে?  
সারারাত কেঁদে ও পারো না, মুক্তির কথা বলতে!
স্বাধীনতা তোমার বুকে, কুয়াশার আদলে, দূর্বা ঘাসে রক্ত জমাট বাঁধে!  
বোনের হাতের মেহেদীর রঙ না শুকাতেই, সাদা হয়ে কাঁদে।
কত প্রহর হলো? আলোর পথ কোথায়? এখনো কি কাটেনি রেশ?
একটি টেবিল, একটি কলম, একটুকরো কাগজ, এখানেই স্বাধীনতার শেষ!