বিদায় বেলায় দিয়েছ বিদায়, ছিল হাসি মুখ;
শুধু চোখের চাওয়ায় ভিজিয়ে দিয়েছো চোখ।
শুধু কেন ভিজাও চোখ? কেন ভাবো অপারগ?  
আবার তো দেখা হবেই, কয়টা দিন না হয় এমনি চলে যাক।  
আমার শরীরে তোমার ছোঁয়া লেগে আছে অবিরল-
হয়ত তোমার শরীরে আমার, এটাই ভালোবাসার  চিরায়ত ফল।
তোমার ছবি পাশে নিয়ে বসে আছি, দেখেছি বারবার
এই তো কয়টা দিন, প্রবাস, দেখা হবে আবার।
অনেক দিন আমাদের গোপন সংসার হয়নি, হয়নি এ পথ মাড়া
জীবন সংসার ছিল বলে, প্রবাসে, ব্যস্ততায় ছিলাম দিশেহারা।  
কাছেই তো থাকতে চাই, ইচ্ছে তো করে না দূর হতে,
তবু যদি কোন দিন না ফেরার দেশে যাই, পারবেনা ক্ষমা করে দিতে।
বিদায় বেলায় দিয়েছ বিদায়, ছিল হাসি মুখ
শুধু চোখের চাওয়ায়ই, আজও জলে ভাসে সেই চোখ।  
আমি তো চেয়েছিলাম তোমরা থাকো সুখে,  
সেষ দেখাও হল না, আমি যে প্রবাসের বুকে।