কচি পাতাগুলো এক সময় শুকনো পাতা হয়ে ঝরে পড়ে ,
ফুল গুলোও এক সময় সৌরভ হারায়,
দুরন্ত যান এক সময় গতি হারিয়ে ফেলে,
পথিকের পথ ও এক সময় শেষ হয়ে যায়,
মরে যায় মনুষ্য ক্ষমতার নৃপতি।


পাহাড়ের কোল ছেড়ে জলকে চলে আসতে হয় সমতলে
শুভ্র রৌদ্র, সবুজ ঘাসের উজ্জ্বলতা এক সময় হয়ে যায় ধূমমলিন,
আনন্দের বর্ষা বেদনার কলসে জল হয়ে ভরে থাকে,
আমরণ চেষ্টা, ক্লান্তি, কোনদিন জাগিবে না আর
ঢের যুগ কাটিয়ে পৃথিবীটা মনে হবে বিমূঢ়তা!


সময়ের সাথে চলবে মৃত্যুর পরম্পরা,
চাঁদ, সূর্য এমনকি জোনাকির আলো ও হারিয়ে যাবে,
সব কিছুই জানবে পূর্ণধ্বংসের শেষে
আর ত্ত বুঝিবে বসে আঁধারে,
সৃষ্টির কোন কিছুই সুদীর্ঘতম নয়!


নভেম্বর ১৩, ২০১৬