ভাঙ্গা তরী ভাসে কি আর ভরা নদীর ও জলে?
যে মনেতে প্রেম জমে না, মন কি তারে কেউ বলে?  
বৈঠা ছাড়া ছাড়লে তরী- খুঁজে কি আর পাবে কূল?  
না বুঝিয়া প্রেম করিলে করবে তুমি বড়ো ভুল।  


ফুলের কলি হয় নি ফোঁটা যায় কি বলা তাঁরে ফুল?
যে মনেতে খেদ জমেছে, সে মন পায় কি খুঁজে কূল?  
না দেখিয়া ফুল ছিড়িলা পাপড়ি ছাড়া এলো মূল
কেমন করে বাধবে বল? পাপড়ি ছাড়া খোঁপার চুল।


যে কথায় সুর উঠেনা যায় কি বলা তাঁরে গান?
জেনে শুনে ভুল বুঝিলে ভাঙ্গে কি আর অভিমান?
নিজের কথায় গান বাঁধিলা ছিল না তাঁর আপন সুর
বিনে সুরে গান বাঁধিয়া হারালে কোন অচিনপুর?  


এমন তরী ভাসাও জলে, বৈঠা ছাড়া  পাবে কূল  
ফুল ছাড়া ও চুল বাঁধিবে, ভাঙ্গবে যত মনের ভুল।।