মোঃ মাজেদ হোসেন


পাথরেরও ওজন আছে, তবে কথার চেয়ে বেশি নয়!
পাথরের ভারসাম্য থাকে, কথার ওজনে ভারসাম্য নষ্ট হয়!  
শ্যাওলার উপর দাঁড়িয়ে, শ্যাওলা দেখি কতোটা পিচ্ছিল
কিন্তু কখনো দেখিনা!
আমার কথার পিচ্ছিলে শ্যাওলারা কতটা দূষিত হয়েছে!
আঙুলে বড় আংটিটা ছেড়া কাপড় দিয়ে মোড়িয়ে ভারসাম্য রক্ষা করি!
কিন্তু আমার কথার কারণে আংটির ভারসাম্য টুকু নষ্ট হয়ে যায়!
মরার পরে স্বর্গ খুঁজি!
মরার আগে ভারসাম্যহীন কথাই আমার পুঁজি!
মাথায় পাথর নিয়ে ওজন করি!
কিন্তু নিজের জিহবার ওজন কখনো মুখকে জিজ্ঞেস করি না!
বলি ভাই এবার একটু থাম না!
সবাই নিজেই নেজেকে কই!
ওজনে নয়! কথায় একটু সামঁজস্য হই।