হে প্রেয়শ্রী, তুমি সবকিছু বুঝেও,
অভিমানের খাতায় লিখে রাখো
-আমার নাম।


মুছে দেয়ার শত চেষ্টায় যখন ব্যর্থ হই!
চারপাশ থেকে অসহায়ত্ব ঘিরে ফেলে,
-এই আমাকে।


মনে পরে নির্জনতায় মুখ লুকাতে,
বুকে আঁকড়ে ধরে বলতে ভালোবাসার কথা,
চোখ বেয়ে পড়তো অম্ল স্বাদের ফোঁটা
মুছে যেতো, অভিমানী এ নামের কথা।


দিন যায় শুরু হয় কাছে আসার গল্প,
ভালোবেসে আপন করে নেয়ার কল্প,
অভিমান ভাঙ্গানো যে কতটা কস্টের
যদি শুনতে হৃদস্পন্দন, তবে বুঝতে।


যদি জানতে-
অভিমানীর হাসি, কতটা ভালোবাসি।