তোমার স্নিগ্ধ দৃষ্টির সাথে
কি করে দৃষ্টি মেলাই ?
হুঁশ যদি আজ হারিয়ে ফেলি
কি করে হুঁশ ফিরাই ?


তোমার সুগন্ধিত কেশের ঘনঘটা
করলে এমন বিস্তার -
পান করালে আঁখি মদিরা ;
আমি ও মাতাল এমন ধারা !
সবটুকু খেয়ে ও ভরেনি এই মনটা !


সুন্দর নয়ন তো দুষ্টুমি ও জানে -
কখনো রাগে সে -
কখনো প্রেমের দৃষ্টি হানে !
কখনো হাস্যময়ী -
কখনো বিরাগভাজন হই !
তুমি তো পারো -
আমি কি করে এ যাতনা সই !