অচেতন দিন কাটে রাত কাটে ঘুমে
প্রতিবাদ বাসি হয় কাপুরুষ দমে।
কন্ঠটা চেপে ধরে অদৃশ্য সব শয়তান
অধিকার চুরি করে গড়ে ওরা ব্যবধান।
কিঞ্চিত তিমিরটা গিলে খায় পুরো চাঁদ
অক্ষির নীরে হীন সয়ে যায় অপবাদ।
জুলুমের লাঞ্ছনা অশান্তির পথ চায়
বিশ্বের শান্তিটা ঘুনে ধরে ক্ষয়ে যায়।
শপথের সারাংশ দুর্দিনে বোঝা যায়
অদম্য ভালোবাসা বেচে ওরা সস্তায়।
উদ্যমী ব্যবসার চেতনাটা আজ মূলধন
কোকিলের বেশে কাক দিয়ে যায় বিনোদন।
থরে থরে জমা হয় অভিযোগ নিত্য
লালসার ফাঁদে আজ অনুতাপি ভৃত্য।


ধরণীটা কাঁপে আজ বারূদের শব্দে
শান্তিটা খোজে মানুষ শত শত অব্দে।
জ্ঞান চাষ করে মানুষ তবু সে অচেতন
শ্বাপদের ভয়ে কাঁপে পীড়িতের আবেদন।
তুরঙ্গ তেজ বুকে জীবনটা গতিহীন
উপেক্ষার বলি হয় আশাগুলো প্রতিদিন।
গরিবিটা রোগ নয় দানবের সৃষ্টি
আগুনের শিখা থেকে চায় ওরা বৃষ্টি।
অবজ্ঞা পেয়ে যিশু ঠাঁই নেয় রাস্তায়
জীবনটা অমূল্য মৃত্যুটা আজ সস্তায়।
স্বপ্নের রঙ চটে ফিকে হয় প্রতিক্ষণ
বিবর্ণ চাওয়া পাওয়া ধুকে ধুকে অচেতন।
উৎপাত করে ওরা লোভে পড়ে অবিরাম
দাস হয়ে খুশি থাকে এ যুগের ক্ষুদিরাম।