আগুন জ্বলে আগুন ঝরে
খাঁখাঁ রোদের ঝলসানি
বুকের ছাতি ফাটছে অতি
কলজে খানায় নেই পানি।
তপ্ত রোদের অগ্নি গোলক
ফুলকি হয়ে দিচ্ছে ঝলক
চচ্চড়িয়ে উঠছে পারদ
নামবে কখন কে জানি?
কাতর মানুষ কাতর পশু
বৃদ্ধ জোয়ান সকল শিশু
পাখপাখালি করছে বিলাপ
সইছে না আর গোঙানি।
চিড় ধরেছে মাটির বুকে
শীতল ছায়া খুঁজছে লোকে
মাথার উপর মস্ত আকাশ
দেখাচ্ছে তার মাস্তানি।
খাটছে মানুষ পেটের দায়ে
তপ্ত দুপুর গা এলিয়ে
পেট বোঝেনা ঠান্ডা গরম
চায় শুধু সে ভাত পানি।
গাছের ডালে ডাকছে চাতক
মেঘ বালিকা আজ পলাতক
একফোঁটা জল নেইরে সেথা
আছে শুধু চোখ রাঙানি।
তপ্ত আকাশ তপ্ত বাতাস
মাটির বুকে বুক ফাটা শ্বাস
সূর্যটা আজ ক্ষেপছে ভীষণ
দিচ্ছে রাগের হাতছানি।