কে কোথায় আজ আটকে আছে
সেই জানে ভালো তা
বিবেকের কাছে ভরাডুবি সবে
আতেঁ লাগে যদি ঘা।
যাদের খোরাক জোটে আজকাল
ধরে স্লোগান গোটা চারেক
মুখ ও মনের ভিন্ন ভাষায়
তারা বলে যা করে আরেক।
সাধু হলো চোর, চোর হলো সাধু
গঙ্গার পানিতে স্নান করে
অবশেষে ওরা একই গোয়ালের
ঘোলা পানিতে মাছ ধরে।
বেঁচে আছে আজ কঙ্কাল দেহ
সত্য সতত দ্রোহের মাঝ
সূর্য ওঠার আগেই হয়েছে যে
চুরি এ গ্রহের মুকুট তাজ।
চাই চাই শুধু চারদিকে আজ
নাই নাই ধ্বনিতে কম্পিত
টাকা মাটি ছাই সবকিছু খেয়ে
কবে হয়েছে কে লজ্জিত?
কোথা হলো আজ কতটুকু চুরি
তাই গুনে গুনে দিন যাপি
মোদের খোরাক কেড়ে খায় যারা
তারই ধমকিতে ভয়ে কাঁপি।