তাকিয়ে দেখো হে মুসলিম জাতি
                          কাঁদিতেছে ঐ ফিলিস্তিন
ভাঙছে না আজও নীরবতা তোর
                   এইটা কি তোমার ঈমানী চিন?
ক্রমে ভাঙিতেছে ধৈর্য্যের বাঁধ
                         মুখ বুজে রবে আর কত?
মরিলেই ওরা হবে যে শহীদ
                       তাই ভেবে ভেবে দিন গত।
খুন চুষে চুষে ক্লান্ত সে ভূমি
                      হইতেছে আজ লালচে লাল
কয়দিনে কটা হলো রে শহীদ
                    তাহাই গুনে চুপ ভাই কামাল।
শান্তির খোয়াড়ে পঙ্গুরা দেখো
                   জিভ নেড়ে নেড়ে হলো কাতর
তাকিয়ে আছে ওরা আকাশের দিকে
                     আবাবিল কবে ছোঁড়ে পাথর?
আফসোস, হায় অভাগার দল
                   জালিমের জালে আটকে আজ
হুঙ্কার দিয়েও চেঁচাতে পারেনা
                     ধুঁকে মরে ফেলে শরম লাজ।
শাস্ত্র ঘাটিয়া খুঁজিতেছি আজও
                    ঈমাম মাহদী বুঝি আসলো ঐ
জাগিয়াছে এবার আরবের দেশ
                       ইহুদিরা আজ পালাবি কই?
গুঁতো খেয়ে আজও জুতো চাটি মোরা
                      ফতোয়ার ফাঁদে পুষি জীবন
ক্ষীরের লোভে মোরা সাজিয়াছি পীর
                আর শয়তানের ভিড়ে দিন যাপন।
স্বর্গের লোভে তর্ক করিয়া
                      পৃথিবীতে আনি নরক-আগুন
পাপীদের বলি কাফিরের দল
                   নিজ দোষে জ্বলি তেলে-বেগুন।
শত জননীর কোল ফাঁকা হলো
                       বারুদের আঘাতে মরে শিশু
ধ্বংসের বুক ভেদ করে তবু
                        মাথা চাড়া দিয়ে ওঠে যিশু।
দেয়ালে দেয়ালে রক্তের দাগ
             বুকে পোষা তাদের মোহাম্মাদ (সা:)
জান্নাতের হাসি মুখে আঁটা তার
                     ডরেনা মৃত্যু কিবা শত্রু-ফাঁদ।
মুসলিম তুমি হারিয়েছ দ্বীন
                       একতার জোরে ভাটা ফেলে
ইহুদিরা তাই হানিতেছে আঘাত
                 আর নাসারা তোমায় পায়ে ডলে।
বদর সেনারা নিয়েছে বিদায়
                         বাঁদরের দল আজ ইনসান
স্বর্গ জ্বালিয়ে করিলো নরক
                    আর পৃথিবী করিলো গোরস্থান।
অঝোরে ঝরে ভাইয়ের রক্ত
                       চেয়ে চেয়ে দেখি আর ভাবি
প্রতিটা ফোঁটার হিসাব নিবেন
                আসিলে মোদের ঈসা (আ:) নবী।
থেমে গেছে আজ ঈদের খুশি
                            মৃত্যুর সাথে লড়ে লড়ে
দাপুটে পাপীর বেপরোয়া রূপ
                     আসিতেছে যেন তেড়ে তেড়ে।
কাঁদিতেছে বিশ্ব নিঃস্বের মত
                          দেখিয়া দৃশ্য এই মরণের
কত বিভৎস হতে পারে জীবন
                          যুদ্ধ চলা সেই ময়দানের।
জিতে গেছে আজ হিংস্র পশুরা
                         হেরে গেছে এই মুসলমান
দালালের আবাস শান্তি সংঘ
                    আজ প্রেতাত্মাদের মহাশ্মশান।
আরশোলা হয়ে ঘরের কোনে
                         মুসলিম তুমি জান বাঁচাও
মরেছিস তোরা জন্ম দিনেই
                          আজকে শুধু কবরে যাও।