ঝুলছে তালা জীবন দ্বারে
                হচ্ছে বন্ধ বাঁচার পথ
মৃত্যু দুয়ার খুলছে সদাই
            থমকে আছে জীবন রথ।
ঝাপসা আলোর ইন্দ্রজালে
           পড়ছে ঢাকা সজাগ চোখ
মরছে মানুষ বাড়ছে যখন
           দেহের চেয়ে মনের রোগ।
পথটা ভীষণ কাঁটায় ভরা
               জ্বলছে আগুন অনর্গল
অন্ধ সমাজ ডুকরে কাঁদে
            মু্ক্তি খোঁজে ভীরুর দল।
একে অন্যে দুষছে মানুষ
         দেখছেনা কেউ নিজের ভূল
জীবন রথে ঢেউ তুলেছে
          বাঁধ ভাঙ্গা সেই নদীর কূল
সভ্যতা কেউ করছে বিনাশ
           করতে শাসন ধরার কোল      
আকাশ ছোঁয়া জমছে যে পাপ
       ঢাকতে তা কেউ ধরছে ভোল।  
নিষ্ঠুরতার শেষটা কোথায়
               পায়না খুজে অবুঝ মন        
কার আগুনে জ্বলছে সবুজ
            পাখপাখালির আবাস বন।
টাকার নেশায় নষ্ট পথে
               হচ্ছে জমা শতেক প্রাণ
সর্বনাশী লোভের ফাঁদে
            শুঁকছে জীবন বিষের ঘ্রাণ।