আজকে আসুন জেনে নেয়া যাক পালনকর্তাকে
শর্ত ছাড়াই তোমায় আমায় বাসেন ভালো যে।
বিনিময়ে তিনি চান না কিছুই শুধুই চান বিশ্বাস
তাঁর পথে হোক মোদের চলন, শ্বাস আর প্রশ্বাস।


এর চেয়ে আর সরল পথের দিশা কোথায় পাবে
পৃথিবী থেকে বিদায় হলেই সোজা স্বর্গে যাবে।
পথটা সরল, নিয়ম সরল, তবুও ধরি বাঁকা পথ
শয়তানে তাই বেজায় খুশি পূর্ণ করে তার শপথ।


সরল পথের পথিক যারা লক্ষ্য তাদের পরকাল
পায়ে ডলে তাই দুনিয়ার সুখ কেননা ইহা ক্ষণকাল।
আল্লাহ মোদের পালনকর্তা দুই জাহানের বুকে
করবো স্মরণ তার নেয়ামত জীবনের সুখে দুঃখে।


তার মতো কে আছেন বলো এমন লালন করেন
কোথায় পাবো এমন কর্তা সারাক্ষণ খোঁজ রাখেন।
অনুগ্রহের নেই সীমানা আল্লাহ তায়ালার কাছে
তার দয়াতেই থাকছি বেঁচে এতো হিংস্রতার মাঝে।


দয়ার সাগর আল্লাহ মোদের ফেরান না খালি হাতে
হয়তো দুদিন আগে-পরে, আসবে তা নিশ্চিতে।
তিনিই দাতা, তিনিই ত্রাতা, জীবন মৃত্যুর মালিক
তার হুকুমের হয়না পতন, সারা জাহানের খালিক।


জন্ম থেকে মৃত্যুবধী সবাই যে তার খাস গোলাম
রাজা ফকির মালিক শ্রমিক সবার মুখেই তাঁর নাম।
মাফ করে দিও মোদের প্রভু যতো কসুর আছে
আজ নয় কাল আসবো যখন ফিরে তোমার কাছে।