সাবাস বাঙালি সাবাস;
কাঁচামরিচে লাগছে আগুন
তাই শুকনো মরিচ চাবাস।
সিন্ডিকেটের একেকটা সিন
কাটছে পকেট দিন থেকে দিন
কাঁদছে আবার কেউ গোপনে
এইটা কিসের আভাস?


সাবাস বাঙালি সাবাস;
পায়ের উপর পা তুলে কেউ
খুশিতে দু'পা নাচাস।
পেঁয়াজ, রসুন নাগালছাড়া
আদা, জিরায় সর্বহারা
দাঁত কেলিয়ে টকশোতে কই
এটা সিংগাপুরী নিবাস।


সাবাস বাঙালি সাবাস;
তিন টাকাতে কিনছি যা আজ
কালকে সেটাই সাতাশ।
মাছের বাজার হাজার টাকা
মাংস, ডিমে পকেট ফাঁকা
কিনতে গেলেই মেজাজ গরম
সংসারে আজ হতাশ।


সাবাস বাঙালি সাবাস;
জিম্মি সবাই সিন্ডিকেটে
নাকে তেল দিয়ে ঘুমাস।
দেখছেনা কেউ দু'চোখ মেলে
আমজনতা আটকা জালে
আবোল তাবোল বকছে নেতা
আরে, এসব কাকে বোঝাস?